আবদুল্লাহ আল নোমান: রাজনীতিতে এক অধ্যায়ের ইতি

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ণ
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৩ অপরাহ্ণ

বাংলাদেশের রাজনীতির এক বর্ষীয়ান নেতা আবদুল্লাহ আল নোমান আর নেই। বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রামের প্রবীণ এই রাজনীতিবিদ মঙ্গলবার সকালে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। একসময় চট্টগ্রামে বিএনপির রাজনীতির কেন্দ্রবিন্দু ছিলেন তিনি। অর্ধশতাব্দীর বেশি সময়ের রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন, কিন্তু শেষ পর্যন্ত দলের প্রতি থেকে গেছেন অবিচল।

ছাত্র রাজনীতি দিয়ে শুরু, মুক্তিযুদ্ধের রণাঙ্গন পেরিয়ে শ্রমিক রাজনীতি—এরপর ভাসানীপন্থী ন্যাপ হয়ে বিএনপিতে যোগ দেওয়া নোমানের রাজনৈতিক যাত্রা ছিল বৈচিত্র্যময়। চট্টগ্রামে বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা হিসেবে দলটির ভিত গড়ে তোলার পেছনে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর মন্ত্রীর পদে।

নেতা-কর্মীদের কাছে তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। রাজনীতিতে তাঁর অবদান নিয়ে প্রশ্ন না থাকলেও, জীবনের শেষ প্রান্তে এসে দলে কাঙ্ক্ষিত মূল্যায়ন পাননি বলে মনে করতেন তাঁর অনুসারীরা।

শারীরিক অসুস্থতা নিয়েও সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়েছেন নোমান। তবু শেষ দিনগুলোতে রাজনীতিতে কিছুটা একাকী হয়ে পড়েছিলেন। আজ তাঁর শূন্যতা চট্টগ্রামের রাজনীতিতে গভীরভাবে অনুভূত হবে।

আগামী শুক্রবার নিজ গ্রাম রাউজানের গহিরায় তাঁর দাফন সম্পন্ন হবে। তবে রাজনীতিতে তাঁর স্মৃতি, আদর্শ ও অবদান থেকে যাবে চট্টগ্রামের রাজনীতির অঙ্গনে, মাটি ও মানুষের মনে।