সম্প্রতি প্রকাশ হয়েছে পিনাকী ভট্টাচার্যের নতুন বই “ ফুলকুমারী”। প্যারিসে গত শুক্রবার লেখক ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের উপন্যাস ‘ফুলকুমারী’র প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানের এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন পিনাকী ভট্টাচার্য। ‘ফুলকুমারী’ বই থেকে টেকনাফের একরাম হত্যাকাণ্ডের বীভৎস বর্ণনা দিতে গিয়ে এ ঘটনা ঘটে। এসময় অনুষ্ঠানে আগত দর্শকদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে উপন্যাসটির পট তৈরি করা হয়েছে।
প্যারিসের লো পারশঁ হোটেলের বলরুমে প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব হোসাইন ও মানুচেহের শাফির যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অ্যাক্টিভিস্ট মুহাম্মদ আলী চৌধুরী।
পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের ওপর আলোচনা করেন অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী ও পীনাকী ভট্টাচার্যের সহধর্মিণী ডা. আনজুমান আরা বেগম।
বইটি (Fulkumari : The Tale of a Refugee and a Rat in Pandemic Paris) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। বইটি ইতোমধ্যে অ্যামাজনের হিস্টোরিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফি বিভাগে বেস্ট সেলার হিসেবে স্থান পেয়েছে।
আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস ও সম্পাদনা করেছেন ডেভিড সেলিম সেয়ার্স।
এভ্রিম সাইয়ের বলেন, ‘পিনাকী ভট্টাচার্য আমাদের গবেষণা সংস্থায় দীর্ঘদিন ধরে কাজ করছেন। ফুলকুমারী প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। ইতিমধ্যে এটি বেস্ট সেলার হয়েছে। আমরা ভবিষ্যতে পিনাকীর সাথে আরও কাজ করতে চাই।’
বইটির এডিটর ডেভিড সালিম সাইয়ের বলেন, ‘আমি এক বছর ধরে বইটি নিয়ে জনাব পিনাকীর সাথে কাজ করেছি। এটির শুরু থেকে প্রকাশ পর্যন্ত নানা ছন্দে বিভক্ত ছিল। বিশেষ করে বাংলাদেশের গণঅভ্যুত্থান ও এটিকে কেন্দ্র করে সংগঠিত ঘটনা বইটিকে কেন্দ্র করে পুরো প্রেক্ষাপট পালটে দিয়েছে।’তিনি আরও যোগ করেন, ‘ফুলকুমারী শুধুমাত্র উপন্যাস না। এটি মূলত একটি আত্মজীবনীমূলক কথাসাহিত্য। পাঠকেরা এটিকে পছন্দ করবেন বলে আমার বিশ্বাস।’
ফুলকুমারীতে স্থান পেয়েছে টেকনাফের আলোচিত একরাম হত্যাকা-ের ঘটনাও।পিনাকী ভট্টাচার্য আরও বলেন, বাংলাদেশি লেখকদের বৈশ্বিক পাঠক মহলকে আকৃষ্ট করতে ইংরেজিসহ অন্যান্য ভাষায় লেখা উচিৎ ৷ এটির ফলে বাংলাদেশের সাথে বিশ্বের যোগাযোগ বৃদ্ধি পাবে।