আন্দোলনের মঞ্চ থেকে রাজনীতির মাঠে: নতুন দল গঠনে তোড়জোড়

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ ০৯:৩৯ অপরাহ্ণ
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ ০৯:৩৯ অপরাহ্ণ

দ্য পলিটিশিয়ান রিপোর্ট :

আগামী ফেব্রুয়ারির মধ্যেই আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। ইতোমধ্যে দেশজুড়ে ২০০টি থানা কমিটি গঠন করা হয়েছে এবং জানুয়ারির মধ্যে এই সংখ্যা ৪০০-তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুরের কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে আখতার হোসেন বলেন, “আমরা এখনো দলের নাম চূড়ান্ত করিনি। তবে বিভিন্ন জনের কাছ থেকে ১০০-এর বেশি নামের প্রস্তাব পেয়েছি। সেখান থেকে উপযুক্ত একটি নাম বেছে নেওয়া হবে।”

আদর্শিক বিভাজনের বিরুদ্ধে অবস্থান

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের রাজনৈতিক বিভাজন দূর করার আহ্বান জানিয়ে বলেন, “জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন—আমরা কোনো ‘বাদ’ বাংলাদেশে চাই না। আমাদের লক্ষ্য দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।”

বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক বক্তৃতামালা অনুষ্ঠানে তিনি আরও বলেন, “আমাদের আন্দোলন জনগণের অধিকার ও স্বাধীনতার পক্ষে। আমরা সব ধরনের বৈষম্য দূর করতে কাজ করব।”

“আঁতাতের রাজনীতি চলছে”: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক কমিটির সহযোগী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি লিখেছেন, “রাজনীতিতে আঁতাতকারীরা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে। যারা আগে আন্দোলনের ডাক দিয়ে মাঠ থেকে সরে যেত, তারাই এখন আঁতাতের রাজনীতি এবং ভারত-নির্ভর কূটনীতির মাধ্যমে আওয়ামী পুনর্বাসন চাচ্ছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় কারা কার সঙ্গে ব্যবসা করেছে এবং গ্রেপ্তারের পর কার জন্য কে তদবির করেছে, সব খবরই আমাদের কাছে রয়েছে। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে আমরা কঠোর অবস্থান নেব।”

নতুন দল ঘিরে উচ্চাশা

জাতীয় নাগরিক কমিটি এবং তাদের সহযোগী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে তাদের কার্যক্রম ছড়িয়ে দিচ্ছে। আখতার হোসেন ও নাসীরুদ্দীন পাটওয়ারী বারবার উল্লেখ করেছেন যে তাদের নতুন দল আদর্শিক বিভাজন থেকে সরে এসে জনগণের স্বার্থকেই প্রাধান্য দেবে।

আন্দোলনকারীদের ভাষায়, “আমরা জনগণের জন্যই লড়াই করতে এসেছি।” আগামী ফেব্রুয়ারির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এই নতুন রাজনৈতিক দলের পূর্ণ রূপ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।