বিয়ের ফরমে থাকা “বিবাহিতা” ও “কুমারী” শব্দ পরিবর্তন করে “অবিবাহিতা” শব্দ সংযোজন করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি বলেন, “ফরমে ‘কুমারী’ শব্দটি একজন নারীর জন্য অমর্যাদাকর। এটি পরিবর্তন করে ‘অবিবাহিতা’ করা হয়েছে, যা মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ।”
ড. নজরুল আরও জানান, নারীর সম্মান রক্ষার্থে এমন ছোট ছোট পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমরা নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে আরও অনেক পরিবর্তনের পরিকল্পনা করছি।”
তিনি বলেন, ‘বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল। মন্ত্রণালয় এই অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে।’
এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন নারী অধিকারকর্মীরা। তাদের মতে, এটি নারী ও পুরুষের প্রতি সমান দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।