‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ নামে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনুমতি চেয়েছে প্রফেসর মুহাম্মদ ইউনূস ট্রাস্ট। তারা ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রনালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর কাছে অনুমতির আবেদন করেছে। রাজধানী ঢাকার দিয়াবাড়ির একটি বাড়িকে প্রস্তাবিত এ বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে ।
এ তথ্য জানিয়েছে তৈমুর তুষার সম্পাদিত অনলাইন নিউজ পোর্টাল ” বেঙ্গল নিউজ ” ।
গত ১৪ জানুয়ারী প্রকাশিত এক সংবাদে পত্রিকাটি দাবি করে,ইউজিসিতে জমা দেওয়া আবেদনপত্রে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয়টির অর্থ সহায়তা দানকারী বা প্রদানকারীর ঘরে অর্থের উৎস বলা হয়েছে গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিজস্ব তহবিল।
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য হিসেবে ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ছোটো ভাই মুহাম্মদ ইব্রাহিম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদও রয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হয়েছেন আশরাফুল হাসান। আবেদনপত্রে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার ঘরে লেখা হয়েছে প্রফেসর মুহাম্মদ ইউনূস ট্রাস্টের নাম।
তবে পত্রিকাটির কাছে,শিক্ষা মন্ত্রনালয় কিংবা ইউজিসি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন কোন পর্যায়ে আছে সে বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি বলে জানিয়েছে তারা। অনুমোদনের আবেদনপত্রে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যোগাযোগকারী হিসেবে জহিরুল ইসলামের নাম উল্লেখ করা হয়েছে। তার ফোনে এবং ইমেইলে মেসেজ দিয়ে এ বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি।