বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাকটিভ (সক্রিয়)। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। এরাই পারে সব বৈষম্য দূরীকরণসহ সব স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়া সমাজের সব অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ডালি এম্বার্স নামের একটি রিসোর্টে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়নে যোগদানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু সভাপতিত্ব করেন।
ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫-কে কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া দাওয়া আনন্দ-ফুর্তি ছাড়াও কনসার্টে সংগীত পরিবেশন করেন স্বনামধন্য শিল্পীরা।