দ্য মিরর এশিয়ার লগো

চার দিন ধরে বন্ধ দ্য মিরর এশিয়া

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৩ অপরাহ্ণ
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৯:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ।।

জার্মানি থেকে পরিচালিত, মারুফ মল্লিক কতৃক সম্পাদিত দ্য মিরর এশিয়া পত্রিকাটি গত চার দিন ধরে বন্ধ রয়েছে। এ সময় তাদের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। এবং অনলাইন নিউজ পোর্টালটির ফেসবুক পেজেও কোন আপডেট দেওয়া হচ্ছে না।

তবে কেন, কি কারণে পত্রিকাটি বন্ধ রয়েছে এ বিষয়ে পত্রিকাটির সম্পাদক মারুফ মল্লিক তার ফেসবুক আইডিতে কিংবা পত্রিকাটির ফেসবুক পেজে কোন ঘোষণা দেননি।

গত শেখ হাসিনা সরকারের শেষ বছরে সময়ের আলোচিত অনলাইন নিউজ পোর্টাল বাংলা আউটলুক থেকে বেড়িয়ে এসে মারুফ মল্লিক নিজেই এই অনলাইন পত্রিকাটি চালু করেন।

চালু করার পর থেকেই দ্য মিরর এশিয়ার বেশ কিছু প্রতিবেদন দেশব্যাপী সাড়া ফেলেছিল। তবে সাম্প্রতিক সময় পত্রিকাটির তেমন কোনো এক্সক্লুসিভ রিপোর্ট লক্ষ্য করা যায়নি।

জুলাই অভ্যুত্থানের পর বেশ কিছুদিন বাংলাদেশে অবস্থান করে জার্মানিতে ফিরে গিয়ে মারুফ মল্লিক ঘোষণা দেন এটির প্রিন্ট ভার্সন প্রকাশ করার।

ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটি কিংবা নতুন উদ্যমে আসার জন্য পত্রিকাটির ওয়েব সাইটটির উন্নয়ন কাজ চলার কারণে এটি বন্ধ রয়েছে।

একটি অনানুষ্ঠানিক আলাপচারিতায় মারুফ মল্লিক পত্রিকাটি দ্রুত চালু কথা করার জানিয়েছেন।