ছবি : নেত্র নিউজ

ঢাকায় অফিস স্থাপন করছে নেত্র নিউজ

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৭:১৯ অপরাহ্ণ
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৭:১৯ অপরাহ্ণ

সুইডেন ভিত্তিক অনুসন্ধানী এবং জনস্বার্থ বিষয়ক সংবাদ মাধ্যম নেত্র নিউজ তার পাঁচ বছরের যাত্রা পূর্ণ করলো। ২০০৯ সালের ২৬ ডিসেম্বর নির্বাসিত সাংবাদিক তাসনিম খলিল এর হাতে প্রতিষ্ঠিত হয় গণমাধ্যমটি।

বিগত হাসিনা সরকারের আমলে একের পর এক অনুসন্ধানের রিপোর্ট প্রকাশ করে সরকারের ভীত কে নাড়িয়ে দেয় দেশের বাইরে থেকে কাজ করে এই পত্রিকাটি। আয়নার ঘর, ইলিয়াস আলী গুমের সাথে র‍্যাবের সংশ্লিষ্টতা, ওবায়দুল কাদেরের ঘড়ি কেলেঙ্কারিসহ নেত্র নিউজের একাধিক অনুসন্ধান দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়েছিল।

অনুসন্ধানী তারকা সাংবাদিক তাসনিম খলিল সুইডেন থেকে সংবাদমাধ্যমটির পরিচালিত করলেও শীঘ্রই তারা ঢাকায় নেত্র নিউজের অফিস স্থাপন করবে বলে জানা গেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন সাংবাদিককে নেত্র নিউজ নিয়োগ দিয়েছেন। এই তথ্য নিয়োগ প্রাপ্ত সাংবাদিকরাই তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে।

এর আগে হাসিনা সরকারের সময় কারা কারা নেত্র নিউজের হয়ে কাজ করতো এটিও গোপন রাখা হতো অনুসন্ধান এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য। গত পাঁচ বছরের নেত্র নিউজ যেভাবে আন্তর্জাতিক মানের অনুসন্ধানী রিপোর্ট উপহার দিয়েছে পাঠক এবং দর্শকদের সেই ধারাবাহিকতা এবার আরো সমৃদ্ধ হবে বলে আশা করছেন মিডিয়া বিশেষজ্ঞরা।