নভেম্বরে প্রবাসী আয় এসেছে ২২০ কোটি ডলার

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ

দেশে সদ্য সমাপ্ত নভেম্বর মাসে ২২০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা দেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকার মতো (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। গত বছরের নভেম্বরে দেশে এসেছিল ১৯৩ কোটি ডলারের প্রবাসী আয়, অর্থাৎ গত বছরের নভেম্বরের চেয়ে এবার একই সময়ে প্রবাসী আয় বেড়েছে প্রায় ১৪ শতাংশ।

এর আগে গত অক্টোবরে দেশে ২৩৯ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছিল, যা ২০২৩ সালের অক্টোবরের তুলনায় ২১ শতাংশ বেশি। গত সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার ও আগস্টে ২২২ কোটি ডলার প্রবাসী আয় আসে।