বিএনপিকে নিয়ে উদ্বিগ্ন ড. মাহবুব উল্লাহ

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ণ
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ণ

বিএনপির সাংগঠনিক দুর্বলতা, নাগরিক সমাজে প্রভাবের অভাব ও রাজনৈতিক কৌশলের সীমাবদ্ধতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও লেখক ড. মাহবুব উল্লাহ। একটি জাতীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিএনপি একসময় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি থাকলেও বর্তমানে দলটি চরম নাজুক অবস্থার মধ্যে রয়েছে।

“আমি বহু বছর বিএনপিকে কাছ থেকে দেখছি,” বলেন ড. মাহবুব উল্লাহ। “দলটির কর্মীরা এমনকি রাজনৈতিক শিক্ষাও যথাযথভাবে পায়নি। বিচ্ছিন্নভাবে কিছু সেমিনার বা ওয়ার্কশপ হয়তো হয়, কিন্তু তা ধারাবাহিক নয়। এভাবে সংগঠন তৈরি হয় না।”

তিনি বলেন, “বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হলো নাগরিক সমাজে তাদের অবস্থান অত্যন্ত দুর্বল। ক’জন খ্যাতনামা লেখক, সাংবাদিক, কবি, বিজ্ঞানী বা ইতিহাসবিদ আছেন তাদের সঙ্গে? তুলনামূলকভাবে আওয়ামী লীগের বুদ্ধিবৃত্তিক ঘাঁটি বরাবরই শক্তিশালী ছিল, যদিও তারা সঠিক ভূমিকা রাখতে পারেনি।”

ড. মাহবুব উল্লাহ মনে করেন, আবেগের ওপর ভর করেই বিএনপির রাজনীতি এগোচ্ছে। “দলের শীর্ষ নেতৃত্বের প্রতি কর্মীদের ভালোবাসা প্রবল। কিন্তু শুধুমাত্র আবেগ দিয়ে রাজনৈতিক পরিস্থিতিকে প্রভাবিত করা যায় না,” তিনি বলেন।

বিএনপির রাজনৈতিক কৌশলের কথাও তুলে ধরেন তিনি। “বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির নেতারা এতদিন যে ভাষায় কথা বলেছেন, তা অনেক সময় অসৌজন্যমূলক ছিল। এর ফলে তারা কোনো রাজনৈতিক লাভ আদায় করতে পারেনি। বরং খালেদা জিয়ার একটি মন্তব্য— ‘এই সরকারের বিরোধিতা করে আমাদের কী লাভ?’— থেকেই বোঝা যায়, বিএনপির ভেতরেই কিছুটা আত্মসমালোচনা শুরু হয়েছে।”

তিনি জানান, সাম্প্রতিক সময়ে বিএনপি কিছুটা সংযত আচরণ করছে, যা ইতিবাচক হলেও যথেষ্ট নয়। “এই দলটিকে যদি জনগণের বিশ্বাস অর্জন করতে হয়, তাহলে আদর্শিক ভিত্তি, বুদ্ধিবৃত্তিক কাঠামো এবং দায়িত্বশীল রাজনৈতিক কৌশলকে গুরুত্ব দিতে হবে,” বলেন ড. মাহবুব উল্লাহ।

তিনি স্পষ্ট করে বলেন, “আমি নিজেও উদ্বিগ্ন এই পরিস্থিতিতে। আওয়ামী লীগের পতনের পর যে বিশ্বাস ও বিকল্প নেতৃত্ব মানুষ বিএনপির কাছে খুঁজছিল, তা তারা দিতে পারছে না।”