‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার, পদ-পদবি নিয়ে এখনো টানাপোড়েন

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে শুক্রবার। তবে শেষ মুহূর্তেও দলটির শীর্ষ পদ-পদবি নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধ পুরোপুরি মেটানো সম্ভব হয়নি।

দলটির আহ্বায়ক হিসেবে চূড়ান্ত করা হয়েছে সদ্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করা নাহিদ ইসলামকে। আর সদস্যসচিব করা হয়েছে আখতার হোসেনকে।

এছাড়া উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়ক পদে নাসীরুদ্দীন পাটওয়ারী দায়িত্ব পাচ্ছেন।

নতুন পদ তৈরি করেও মেটেনি মতবিরোধ

দলের ভেতরকার অসন্তোষ দূর করতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব নামে দুটি নতুন পদ তৈরি করা হয়েছে। তবে এসব পদে কারা থাকবেন, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। একাধিক নেতা এই দুই পদে জায়গা পাওয়ার জন্য আগ্রহী হওয়ায় আলোচনা ফলপ্রসূ হয়নি। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেষ পর্যায়ে দল ছাড়লেন কয়েকজন

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পদ-পদবি নিয়ে দ্বন্দ্বের জেরে দল গঠনের শেষ পর্যায়ে এসে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কয়েকজন নেতা সরে দাঁড়িয়েছেন।

তবে দলীয় সমঝোতার মাধ্যমে শীর্ষ পর্যায়ের দুটি পদে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত থাকতে পারেন বলে আলোচনা ছিল।

শুক্রবার, জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতাদের দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। এদিন ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।