নতুন দলের বন্যা: রাজনীতিতে নতুন মোড় নাকি ক্ষণস্থায়ী উত্থান?

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ণ
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫৮ অপরাহ্ণ

গত ছয় মাসে বাংলাদেশে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। তবে এসব দলের বেশিরভাগই সাংগঠনিকভাবে দুর্বল এবং সুস্পষ্ট লক্ষ্যের অভাবে কার্যত নিষ্ক্রিয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক শূন্যতা পূরণের লক্ষ্যে বিভিন্ন মহল থেকে নতুন দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। সাবেক সামরিক কর্মকর্তা, ছাত্র-জনতার আন্দোলনের নেতৃবৃন্দ এবং কিছু স্বাধীন রাজনৈতিক ব্যক্তিত্ব নতুন দল গঠনে সক্রিয় হয়েছেন। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এর পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামালের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে, যেখানে মেজর জেনারেল (অব.) ইবনে ফজল সায়েখুজ্জামান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন রাজনৈতিক দলগুলোর কার্যক্রম বিশ্লেষণ করলে দেখা যায়, বেশিরভাগ দলই আনুষ্ঠানিক ঘোষণার পর সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে পারেনি। যেমন, গত বছরের ১৯ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি এখনো পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে পারেনি। সমতা পার্টির আহ্বায়ক হানিফ বাংলাদেশিও জানিয়েছেন যে, দলটির সাংগঠনিক কার্যক্রম এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে আসা সদস্যরা ‘আমজনতার দল’ নামে একটি নতুন সংগঠন গঠন করলেও এখন পর্যন্ত তারা কেবল ভারতীয় আগ্রাসনবিরোধী কিছু কার্যক্রম পরিচালনা করেছে।

রাজনৈতিক শূন্যতার সুযোগ কাজে লাগাতে চায় বাংলাদেশ জন-অধিকার পার্টি। দলটির চেয়ারম্যান ইসমাইল সম্রাট বলেছেন, ফ্যাসিবাদী দলের পতনের ফলে তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতা পূরণ করাই তাদের লক্ষ্য।

সাম্প্রতিক সময়ে বেশ কিছু সামরিক কর্মকর্তা রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। যেমন, ‘সার্বভৌমত্ব আন্দোলন’ এবং ‘বাংলাদেশ গণতান্ত্রিক শক্তি’ দল দুটিতে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের প্রভাব রয়েছে। ‘সার্বভৌমত্ব আন্দোলন’ থেকে আসন্ন নির্বাচনে ৫০ জনের বেশি প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দলটির কেন্দ্রীয় সংগঠক শ্মশান ঠাকুর।

ছাত্র-জনতার বিভিন্ন আন্দোলনে সক্রিয় অবস্থান নিতে চাচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি মুসলিম জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শকে সামনে রেখে ১৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করে।

গত বছরের ২৩ আগস্ট প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে ‘নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ’। এরপর আরও বেশ কিছু দল গড়ে উঠেছে, তবে বেশিরভাগেরই সাংগঠনিক শক্তি দুর্বল।

সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের সাবেক কিছু নেতার নেতৃত্বেও একটি দল আত্মপ্রকাশ করেছে। ২০২৪ সালের ১৬ নভেম্বর গাজীপুরের টঙ্গীতে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামের একটি দল গোপনীয়তার সঙ্গে আত্মপ্রকাশ করে।

নতুন রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলগুলোর সুসংগঠিত পরিকল্পনা ও স্থায়ী আদর্শ না থাকলে তারা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারবে না।