শেখ হাসিনার করোনায় আক্রান্ত হওয়ার তথ্য ফাঁস!

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ণ

দ্য পলিটিশিয়ান ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোভিড-১৯ আক্রান্ত হওয়ার তথ্য ফাঁস হয়েছে। গণভবনের ভিতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া অ্যান্টিবডি পরীক্ষার দুটি রিপোর্ট থেকে জানা গেছে, তিনি ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ও ১৮ আগস্ট করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তবে সে সময় এ তথ্য জনসমক্ষে আসেনি।

গণভবনের ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা নথিপত্রের স্তূপে পাওয়া ওই পরীক্ষার রিপোর্টে রোগীর নাম উল্লেখ ছিল— “শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ”। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি দুই দফায় কোভিডে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল।

দ্য ডেইলি স্টার-এর ‘গণভবনের অন্দরমহল’ শিরোনামের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে গণভবনের বর্তমান চিত্রও তুলে ধরা হয়েছে— একসময় দেশের সবচেয়ে সুরক্ষিত ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ভবনটি এখন পরিত্যক্ত। ভেঙে পড়া কৃষ্ণচূড়া গাছ, ধুলোর স্তূপ জমা আসবাবপত্র, ভাঙা গাড়ি— সব মিলিয়ে এটি পরিণত হয়েছে এক পরিত্যক্ত স্মৃতিস্তূপে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন। পরে তিনি ভারতে আশ্রয় নেন, আর এর মাধ্যমে তার দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটে।