নিজস্ব প্রতিবেদক
নতুন ছাত্র সংগঠন নিয়ে আসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়কেরা নতুন রাজনৈতিক দল ঘোষণা করা আগে হঠাৎ করে ছাত্র সংগঠন করার ঘোষণা দিলো । যদিও তাঁরা বলছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে নতুন এই ছাত্রসংগঠনের কোনো সম্পর্ক নেই। এটি হবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সংগঠন। ‘স্টুডেন্টস ফার্স্ট’, ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লাগানে ছাত্র–নাগরিকের স্বার্থকে বাস্তবায়নের প্রয়াসই হবে এই ছাত্রসংগঠনের মূলমন্ত্র।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে সোমবার ১৭ ফ্রেবয়ারী বিকেলে সংবাদ সম্মেলন করে নতুন এই সংগঠনের কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ।
তবে সমন্বয়কদের এই ঘোষণার পর থেকে স্লোগান ঘিরে একটি নতুন বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে ।
অনেকে বলছে, বাংলাদেশের রাজনীতি সম্প্রতিক সময়ে সর্বপ্রথম ‘বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানটি বিএনপি তথা তারেক রহমান নিয়ে এসেছে । সর্বশেষ বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিএনপির আয়োজনে উন্মুক্ত কনসার্ট ‘সবার আগে বাংলাদেশ’ আয়োজন করা হয়েছিল । সেই কনসার্টে ঢল নেমেছিল মানুষের সেদিন ।
বিএনপির পক্ষ থেকে সেসময় এই কনসার্টটি ঘোষণা দেওয়া হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সবার আগে বাংলাদেশ’ এর ইংরেজী করে #BangladeshFirst স্লোগানটি বেশ জনপ্রিয় ও ট্রেডিং এ উঠে এসেছিল ।
ফলে পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি নেতাকর্মীরা তাদের রাজনৈতিক পোস্ট গুলোতে ‘বাংলাদেশ ফার্স্ট’ হ্যাসট্যাগ নিয়োমিত ব্যবহার করতে শুরু করে ।
এমনকি তারেক রহমানকে নিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ নামে একটি বইও প্রকাশ হবে বলে জানা গেছে ।
এবার সেই স্লোগান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়করা ব্যবহার করায় বিএনপিপন্থি অনেকেই এতে বিস্ময় প্রকাশ করছে ।
এবিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক এহসান মাহমুদ লিখেন,‘ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আসছে নতুন ছাত্রসংগঠন। তারা বলছেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি হবে এই ছাত্রসংগঠনের মূলমন্ত্র। খুবই ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে- ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান তো তারেক রহমান দিয়েছেন।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্লোগান নিজেদের মূলমন্ত্র করার মধ্য দিয়ে সাবেক সমন্বয়করা স্বীকার করে নিলেন যে, তাদের নিজেদের কোন নতুন রাজনীতি নাই। ‘
তবে ছাত্র সংগঠনটির সাথে সংশ্লিষ্টরা মনে করছেন, স্লোগান কারো নিজস্ব সম্পত্তি হয় না । এর কোনো কপিরাইটও নেই । তাছাড়া এটি বিএনপির একটি অনুষ্ঠানের নাম ছিল মাত্র । এটা তাদের অফিসিয়াল (বিএনপির) স্লোগান ছিল না কখনও। আর হয়ে থাকলেও একটি স্লোগান একাধিক দলের কিংবা সংগঠনের হওয়া যাবে না বিষয়টা এমনও নয় ।