বিএনপির মিডিয়া পার্টনার এখন দৈনিক জনকন্ঠ পত্রিকা!

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ।।

চলমান অমর একুশে বইমেলায় এবার স্টল নিয়েছে বিএনপির একাধিক সংগঠন । আর সেই সব সংগঠনের মধ্যে অন্যতম “ জিয়া স্মৃতি পাঠাগার “ । বাংলা একাডেমির ভিতরে বরাদ্দ পাওয়া “ জিয়া স্মৃতি পাঠাগারের “ স্টলে গিয়ে দেখা যায়, বিএনপির ৩১ দফা আলোচনার মিডিয়ার পার্টনার হিসেবে রয়েছে পত্রিকাটি ।

আওয়ামী লীগ পন্থি ও আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে পরিচিত পত্রিকাটি এবার বিএনপির মিডিয়ার পার্টনার হওয়ায় অনেকেই অবাক হয়েছেন ।

জানা যায়, গত ৫ আগষ্টের পর পত্রিকাটিতে ব্যাপক পরিবর্তন আসে । পরিবর্তন এসেছে পত্রিকার র্শীষ ও বিভাগীয় পদ গুলোতে। পাশাপাশি নেওয়া হয়েছে নতুন সাংবাদিক ।

এদিকে পত্রিকাটির নতুন কর্তারা পুরোনো রাজনৈতিক ট্যাগ কাটিয়ে উঠার চেষ্ঠা চালাচ্ছে তাদের নিউজ দিয়ে । ফলে পত্রিকাটি প্রতিবেদন ও অনলাইন ভার্সনে ব্যাপক পরিবর্তন লক্ষ করা গেছে । যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে আলোচনা সমালোচনা ।

তবে মিডিয়া বিশ্লেষকেরা বলছে, ৫ আগষ্টের পর তাদের এই পরিবর্তনে পত্রিকাটির অনলাইন ভার্সন বেশ ভাল ( রিচ ) করতেছে ।