দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন লন্ডনে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হলেও কবে তিনি দেশে ফিরতে পারবেন, সে প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত। চিকিৎসকরা বলছেন, তার স্বাস্থ্যের উন্নতি হলেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে।
খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে দুই সপ্তাহেরও বেশি সময় লন্ডন ক্লিনিকে থাকার পর ২৫ জানুয়ারি ছাড়পত্র পেয়ে তিনি বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।
তার চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, “ম্যাডামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মানসিকভাবেও তিনি অনেক ভালো আছেন। পরিবারের সদস্যরা সার্বক্ষণিক তার দেখভাল করছেন।”
চিকিৎসকরা কী বলছেন?
খালেদা জিয়ার চিকিৎসা এখন তারেক রহমানের বাসায়ই চলছে। তার যত্ন নিচ্ছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও পরিবারের অন্য সদস্যরা। তবে তিনি দেশে ফিরতে পারবেন কি না, তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর।
এ বিষয়ে চিকিৎসক জাহিদ হোসেন বলেন, “দেশে ফেরার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চিকিৎসকরা যখন মনে করবেন যে তিনি ভ্রমণের উপযুক্ত অবস্থায় আছেন, তখনই ফেরার পরিকল্পনা করা হবে।”
দলীয় নেতাকর্মীদের অপেক্ষা
বিএনপি নেতাকর্মীরা তাদের নেত্রীর সুস্থতা কামনা করে দেশ-বিদেশে দোয়ার আয়োজন করছেন। তারা চান, খালেদা জিয়া সুস্থ হয়ে শিগগিরই দেশে ফিরে আসুন এবং দলের নেতৃত্বে আরও সক্রিয় হোন। তবে চিকিৎসকদের পরামর্শ না পাওয়া পর্যন্ত সেই অপেক্ষা দীর্ঘ হতে পারে।
কবে দেশে ফিরবেন খালেদা জিয়া? এর উত্তর একমাত্র সময়ই দিতে পারে। চিকিৎসা, শারীরিক অবস্থা বিবেচনা করেই তার দেশে ফেরার সিদ্ধান্ত হবে। তবে আপাতত তার শারীরিক উন্নতি হলেও দেশে ফেরার দিনক্ষণ এখনো অনিশ্চিত।