হাসিনার বক্তব্য প্রচার ঘিরে উত্তেজনা: শেখ মুজিবের বাড়ি ভাঙছে বিক্ষুব্ধ জনতা

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার রাতে ছাত্র-জনতার বিক্ষোভের একপর্যায়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে ধানমন্ডির ৫-এ অবস্থিত শেখ হাসিনার ব্যক্তিগত বাসভবন সুধা সদনেও আগুন দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার সকালেও ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার কাজ চলছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারী যন্ত্র দিয়ে ভবনটির সামনের অংশ গুঁড়িয়ে দিতে দেখা যায়। ইতিমধ্যে তিনতলা পর্যন্ত বড় অংশ ধসে পড়েছে।

গত ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস পূর্ণ হয় গতকাল। দিনটিকে কেন্দ্র করে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে রাত ৯টায় শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণা দেওয়া হয়। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘বুলডোজার মিছিল’ ও ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন।

বিক্ষুব্ধ জনতার একজন বলেন, “স্বৈরাচারের কোনো চিহ্ন আমরা রাখতে চাই না।” ভবনটির বড় অংশ ধসে পড়ার সময় সেখানে উপস্থিত জনতা উল্লাস করতে থাকেন।

এর আগে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দফায় ধানমন্ডি ৩২ নম্বরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ গতকাল সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে লেখেন, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমিমুক্ত হবে।” ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি বিকেলে লেখেন, “ধানমন্ডি ৩২ নম্বর গুঁড়িয়ে দেওয়া হবে।”

সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বিপুলসংখ্যক মানুষ জড়ো হতে দেখা যায়। ফজরের নামাজের পর থেকেই অনেকে সেখানে উপস্থিত হন।