কে ছেড়ে দিচ্ছেন উপদেষ্টার পদ?

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। চলতি ফেব্রুয়ারির শেষাংশে একটি নতুন মধ্যপন্থী রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তবে এর আগে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। মাহফুজ আলম, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ—এই তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন নতুন দলের নেতৃত্ব নিতে পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন চলছে।

জাতীয় নাগরিক কমিটির ঘনিষ্ঠ সূত্র বলছে, নতুন দল গঠনে এই তিনজন উপদেষ্টার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাদের মধ্যে একজন আকস্মিক পদত্যাগ করে দলের শীর্ষ নেতৃত্বে আসবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তাদের মধ্যে কে এই পদক্ষেপ নেবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র আরও জানায়, অন্য দুজন উপদেষ্টা পরে সুবিধাজনক সময়ে দলে যোগ দিতে পারেন। একজন আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন বলে আলোচনা রয়েছে।

আখতার হোসেনের বক্তব্য

জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘আমরা শীর্ষ নেতৃত্ব নিয়ে জনমত যাচাই করছি। নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা ফেব্রুয়ারির শেষাংশে আসবে। তবে সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কীভাবে বজায় থাকবে, তা নিয়েও আলোচনা চলছে।’

নতুন দলের প্রতীক ও আত্মপ্রকাশের স্থান গোপন

নতুন দলটির প্রতীক এবং আত্মপ্রকাশের স্থান নিয়ে চলছে চূড়ান্ত আলোচনা। জাতীয় নাগরিক কমিটির একটি সূত্র জানায়, দলের প্রতীক ও আত্মপ্রকাশের স্থান এখনো গোপন রাখা হয়েছে। দলের একটি গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন একজন উপদেষ্টার ভাই, যিনি বর্তমানে নাগরিক কমিটির সদস্য।

অভ্যুত্থান থেকে রাজনৈতিক শক্তির উত্থান

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটি যাত্রা শুরু করে। বর্তমানে সারা দেশে তাদের প্রতিনিধির সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে।

সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম বহাল থাকবে

নতুন রাজনৈতিক দল গঠনের পরও জাতীয় নাগরিক কমিটি একটি সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে বহাল থাকবে। একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রমও চলবে।

পদত্যাগের সিদ্ধান্ত বদলে দেবে রাজনীতি?

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের আগে উপদেষ্টাদের পদত্যাগের সিদ্ধান্ত দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। দেশজুড়ে চলছে নানা আলোচনা—কে সেই উপদেষ্টা যিনি এই নতুন দায়িত্ব নিতে এগিয়ে আসবেন? রহস্যের পর্দা উন্মোচিত হতে পারে চলতি মাসের শেষদিকে।