নবায়নযোগ্য শক্তির বার্তা নিয়ে বাংলাদেশ ঘুরছেন এক যুবক! কে তিনি?

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের উপকূলীয় অঞ্চল জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবের সম্মুখীন হচ্ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে। এই সংকটের মোকাবিলায় এগিয়ে এসেছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তরুণ সমাজসেবক সাইদুর রহমান

তিনি গড়ে তুলেছেন “ক্লাইমেট গার্ডিয়ান” নামে একটি পরিবেশবাদী মুভমেন্ট, যার লক্ষ্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন সম্পর্কে গণসচেতনতা তৈরি করা। তার এই উদ্যোগ ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলে বেশ সাড়া ফেলেছে।

প্রাকৃতিক দুর্যোগ থেকে অনুপ্রেরণা

সাইদুর রহমান উপকূলীয় জেলা পটুয়াখালীতে বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকেই তিনি একাধিক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস দেখেছেন। মানুষের ঘরবাড়ি হারানোর বেদনা, চাষাবাদ নষ্ট হওয়া এবং উপকূলের ভূমি বিলীন হওয়ার দৃশ্য তাকে নাড়া দিয়েছে। এসব সমস্যার সমাধানে কিছু করার সংকল্প নিয়েই তিনি “ক্লাইমেট গার্ডিয়ান” মুভমেন্ট শুরু করেন।

তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন এখন শুধু পরিবেশগত সমস্যা নয়, এটি সামাজিক এবং অর্থনৈতিক সংকটও বটে। উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। তাই সবাইকে সচেতন করা এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।”

‘ক্লাইমেট গার্ডিয়ান’ কীভাবে কাজ করছে?

সাইদুর রহমানের “ক্লাইমেট গার্ডিয়ান” মুভমেন্ট মূলত নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো ও পরিবেশবান্ধব জীবনধারাকে উৎসাহিত করার উপর গুরুত্ব দিচ্ছে। উদ্যোগটির মাধ্যমে তিনি সৌরশক্তি, বায়ুশক্তি ও জৈবশক্তির ব্যবহার বাড়ানোর জন্য প্রচারণা চালাচ্ছেন। পাশাপাশি বৃক্ষরোপণ, বনায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রচার করছেন।

তিনি বলেন, “নবায়নযোগ্য শক্তির প্রসার হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে, যা জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ।”

উপকূলের জন্য টেকসই সমাধান

বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৃষ্টিপাতের অনিশ্চয়তা এবং কৃষিজ উৎপাদন ব্যাহত হচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় টেকসই শক্তির ব্যবহার, পরিবেশবান্ধব কৃষি এবং দুর্যোগ সহনশীল অবকাঠামো প্রয়োজন।

সাইদুর রহমান মনে করেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে শুধু সরকার বা আন্তর্জাতিক সংস্থাগুলো নয়, প্রতিটি মানুষকেই দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, “আমি চাই, উপকূলের প্রতিটি মানুষ ক্লাইমেট গার্ডিয়ান হয়ে উঠুক এবং পৃথিবীকে বাসযোগ্য রাখতে ভূমিকা রাখুক।”

ভবিষ্যৎ পরিকল্পনা

সাইদুর রহমানের “ক্লাইমেট গার্ডিয়ান” ইতোমধ্যে উপকূলীয় এলাকায় নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে তিনি চান, এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দিতে। তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণদের সঙ্গে কাজ করতে চান, যাতে পরিবেশ সুরক্ষার বার্তা সর্বস্তরে পৌঁছায়।

পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা

বিশ্বব্যাপী জলবায়ু আন্দোলনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গ্রেটা থুনবার্গের মতো অনেক তরুণ জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা তৈরি করছেন। বাংলাদেশেও তরুণরা এই লড়াইয়ে যুক্ত হচ্ছেন।

সাইদুর রহমানের মতে, “তরুণদের সামনে এগিয়ে আসতে হবে। আমাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে হলে এখনই কাজ শুরু করতে হবে।”

জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে ব্যক্তি, সমাজ ও সরকারের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সাইদুর রহমানের “ক্লাইমেট গার্ডিয়ান” মুভমেন্ট সেই উদ্যোগেরই একটি অংশ। তার প্রচেষ্টা শুধু উপকূলীয় অঞ্চল নয়, সারাদেশের জন্যই অনুপ্রেরণার উৎস হতে পারে।

এই উদ্যোগ যদি আরও বিস্তৃত করা যায়, তাহলে একদিন বাংলাদেশের প্রতিটি মানুষ জলবায়ুর রক্ষক হয়ে উঠবে, আর পৃথিবী হবে বসবাসযোগ্য একটি গ্রহ।