নির্বাচনে প্রার্থী হতে কড়া শর্ত

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ ০১:৩০ পূর্বাহ্ণ
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫ ০১:৩০ পূর্বাহ্ণ

দ্য পলিটিশিয়ান ডেস্ক :

আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে হলে কঠোর মানদণ্ড মানতে হবে বলে সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন। তাদের প্রস্তাব অনুযায়ী, ঋণ খেলাপি, সাজাপ্রাপ্ত ব্যক্তি কিংবা কোনো মামলায় অভিযুক্তরাও এবার প্রার্থী হওয়ার যোগ্যতা হারাবেন। এসব শর্তকে রাজনৈতিক দলগুলোর জন্য “গলার কাঁটা” হিসেবে অভিহিত করছেন বিশ্লেষকরা।

প্রস্তাবিত কঠিন শর্তাবলি

নির্বাচনে অংশগ্রহণের শর্তে বেশ কিছু নতুন বিধি সংযোজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:

  • ঋণ ও বিল খেলাপি: প্রার্থী হওয়ার অযোগ্য।
  • ফেরারি আসামি: আদালতে ঘোষিত হলে, প্রার্থী হওয়ার অধিকার হারাবেন।
  • নৈতিক স্খলনজনিত অপরাধ: বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হওয়ার মুহূর্ত থেকেই প্রার্থী হওয়ার অযোগ্য।
  • মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতি: গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়া থেকে বিরত রাখতে বিশেষ আইন প্রণয়নের প্রস্তাব।

বিরাজনীতিকরণে শঙ্কা

জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমউল্লাহ এই সুপারিশগুলিকে বিরাজনীতিকরণের প্রচেষ্টা হিসেবে দেখছেন। তিনি বলেন, “জেলখানায় থেকেও নির্বাচনে প্রার্থী হওয়ার নজির ছিল। কিন্তু এসব শর্ত বাস্তবায়ন রাজনৈতিক পরিসর সংকুচিত করবে।”

বিএনপির অবস্থান

সংস্কার বিষয়ে বিএনপি শুরু থেকেই নির্বাচিত সরকারের ওপর জোর দিয়ে আসছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে। তবে এই সংস্কার বৈধতা পাবে নির্বাচিত সরকারের মাধ্যমেই।”

সরকারের উদ্যোগ ও আলোচনা

গত ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে সংস্কার কমিশন। শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রস্তাবগুলো চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে। তবে প্রস্তাবগুলোর বাস্তবায়ন নির্ভর করবে দলগুলোর সম্মতির ওপর।

প্রস্তাবের ভবিষ্যৎ

নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, “আমরা অপরাধীদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করছি। সরকার যদি এগুলো বাস্তবায়ন করে, দেশ ও জাতির জন্য তা মঙ্গলজনক হবে।”

নির্বাচনে প্রার্থী হওয়ার কঠিন শর্ত আরোপ রাজনৈতিক পরিবেশে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে তা বিরোধী দলগুলোর জন্য চ্যালেঞ্জের কারণ হতে পারে। তবে সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া এসব সংস্কার কার্যকর করা সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Don't Miss

সাংবাদিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি: আকবর হোসেন মজুমদার

দ্য পলিটিশিয়ান রিপোর্ট : সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ এবং গণমাধ্যম খাতে কাঠামোগত

বাংলাদেশের যত ছাত্র আন্দোলন

সালাহ উদ্দিন মাহমুদ পৃথিবীর প্রথম ছাত্র আন্দোলন সংঘটিত হয়েছিল চীনে। ১৬০ খ্রিষ্টাব্দে