সাংবাদিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি: আকবর হোসেন মজুমদার

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ণ

দ্য পলিটিশিয়ান রিপোর্ট :

সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ এবং গণমাধ্যম খাতে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিবিসি বাংলার সাবেক সাংবাদিক আকবর হোসেন মজুমদার। বর্তমানে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করা আকবর হোসেন তার ফেসবুক পোস্টে সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা নির্ধারণের দাবি তোলেন।

আকবর হোসেন মজুমদার লিখেছেন, “যে গণমাধ্যম ন্যূনতম বেতন দিতে পারবে না, সেটা বন্ধ হয়ে যাক। ১০-১৫ হাজার টাকার বেতন দিয়ে কিংবা সময়মতো বেতন না দিয়ে গণমাধ্যমে ৫০ জন সাংবাদিক রাখার দরকার নেই। বরং ১৫ জন সাংবাদিক কাজ করুক, কিন্তু তারা যেন ভালো বেতন এবং সময়মতো সেই বেতন পায়।”

তিনি আরও উল্লেখ করেন, দেশের মূল্যস্ফীতি অনুযায়ী প্রতি বছর সাংবাদিকদের বেতন বাড়ানো উচিত। সেই সঙ্গে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি এবং সপ্তাহে দুই দিন ছুটির ব্যবস্থাও বাধ্যতামূলক করার কথা বলেন।

আকবর হোসেন মনে করেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন নিশ্চিত করতে সরকারের অডিট ব্যবস্থা থাকা উচিত এবং প্রতিবছর সেই রিপোর্ট প্রকাশ করা প্রয়োজন। তিনি বলেন, “সাংবাদিকদের ঠিকমতো বেতন দিতে পারে, এমন ১০টি টিভি চ্যানেল এবং ১০টি পত্রিকা থাকাই যথেষ্ট। বেতন দিতে না পারা ১০০টি গণমাধ্যমের কোনো প্রয়োজন নেই।”

পত্রিকা ও টেলিভিশনের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আপনার যদি বাজেটে না কুলায়, তাহলে ২০ পাতার পত্রিকা বের করার প্রয়োজন নেই। ভালো বেতন দিয়ে সাংবাদিকদের দিয়ে ছোট পত্রিকা বা নির্দিষ্ট সংখ্যক সংবাদ তৈরি করুন, যাতে মান বজায় থাকে। ইনভেস্টিগেটিভ এবং অ্যানালিটিকাল প্রতিবেদনগুলো মানসম্পন্ন হলে গণমাধ্যমের বদনাম দূর হবে।”

আকবর হোসেনের এই প্রস্তাব সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার এই বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন এবং গণমাধ্যম খাতের এই বাস্তব সমস্যাগুলো নিয়ে নীতিগত পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরছেন।

Don't Miss

নির্বাচনে প্রার্থী হতে কড়া শর্ত

দ্য পলিটিশিয়ান ডেস্ক : আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী

ছাত্রশিবিরের সদস্য সম্মেলন নিয়ে নারী সাংবাদিকের স্ট্যাটাস ভাইরাল

যুগান্তর ।। দীর্ঘ প্রায় ১৪ বছর পর প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে