কর্মীদের সেলফি তোলায় চাপে পা মচকে গেল বিএনপি নেতা ফারুকের

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনের সময় নেতাকর্মীদের ভিড়ে আহত হয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধীদলীয় চীফ হুইফ জয়নুল আবেদিন ফারুক (৭৬)। পা মচকে যাওয়ার কারণে পঙ্গু হাসপাতাল থেকে তাকে চিকিৎসা নিতে হয়েছে।

গনমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, রবিবার জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে জুনিয়র নেতাকর্মীরা অযাচিতভাবে তাকে ঘিরে সেলফি তোলেন। নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে তিনি পায়ে আঘাত পান।

জয়নুল আবদিন ফারুক জানান, মাজারে ফুল দিয়ে ফেরার পথে ভিড়ের মধ্যে নেতাকর্মীদের ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে আহত হই। আমার পা মচকে গেছে। পরে পঙ্গু হাসপাতালে গেলে ডাক্তাররা চিকিৎসা শেষে ব্যান্ডেজ করে দেয়। ডাক্তারের পরামর্শে আমি বাসায় রেস্টে আছি।দেশবাসীর কাছে দোয়া চাই।

Don't Miss

খালেদা ও তারেকের ঐতিহাসিক দিনকে স্মরণই করল না বিএনপি !

বিশেষ প্রতিবেদক । বিএনপির জন্য ২ জুলাই একটি গুরুত্বপূর্ণ দিন—এই দিনে ১৯৭১

বিএনপির সাথে নির্বাচনী জোট নিয়ে যা ভাবছে এনসিপি

ডেক্স প্রতিবেদন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে দলীয় প্রার্থী