রাজনীতি এখন আর রাজপথে নেই: ব্যারিস্টার পার্থ

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ ০৮:২৮ অপরাহ্ণ
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫ ০৮:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, রাজনীতি এখন আর রাজপথে নেই। রাজনীতি চার দেয়ালের মধ্যে ঢুকে গেছে। হাইকমান্ড থেকে নির্ধারণ হয় কে নেতা হবে।

সম্প্রতি যুগান্তরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তরুণ এই রাজনীতিবিদ।ব্যারিস্টার পার্থ বলেন, সত্যি কথা বলতে অভিযোগ করে লাভ নেই।

রাজনীতি যখন যে ধরনের শেইপ নেবে; সেটার সঙ্গে আমাদের খাপ খাওয়াতে হবে। আজ থেকে ১০ বছর পরে রাজনীতি অন্য শেইপ নেবে। রাজনীতিতে অভূতপূর্ব পরিবর্তন উল্লেখ করে তিনি বলেন, এখন রাজনীতি হলো ফেসবুক। ফেসবুকে আন্দোলন হয়।

কারণ রাজনৈতিক নেতারা মাঠে বক্তব্য দেবে সেখানে ৫ হাজার মানুষ শুনবে বা দেখবে। কিন্তু অন্য নেতারা ফেসবুকে বক্তব্য দেবেন এতে ৫০ লাখ মানুষ দেখবে।  এখন যদি কোনো নেতা ফেসবুক না চালিয়ে ঘরে বসে ভাব ধরে বসে থাকেন।  এর মানে এ যুগের থেকে বাইরে চলে যাচ্ছেন এবং রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছেন।

ব্যারিস্টার পার্থ বলেন, আমার রাজনৈতিক আদর্শ হলো ভালোভাবে কাজ করব, সততার সঙ্গে কাজ করব।  রাজনৈতিক আদর্শ যদি কাওকে মনে করতে হয় তাহলে আমার আদর্শ হজরত মুহাম্মদ (সা.)।  উনার চেয়ে আর কেউ বড় রাজনীতিবিদ নেই।