টিউলিপ সিদ্দিকের পদত্যাগ নিয়ে ইলন মাস্কের মন্তব্য!

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫ ০৯:২০ অপরাহ্ণ
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫ ০৯:২০ অপরাহ্ণ

দ্য পলিটিশিয়ান ডেস্ক :

যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

গত বুধবার মারিও নওফল নামের একজন ‘এক্স’ (সাবেক টুইটার) ব্যবহারকারীর টিউলিপ সিদ্দিকের পদত্যাগ–সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেন ইলন মাস্ক। সঙ্গে তিনি লেখেন, ‘লেবার সরকারের শিশুকল্যাণমন্ত্রী নিপীড়নকারীদের সুরক্ষা দেন এবং তাদের দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত।’

সমালোচনার মুখে পদত্যাগ

দুর্নীতির অভিযোগের মুখে গত মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তিনি বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে ছিলেন।

টিউলিপ সিদ্দিকের রাজনৈতিক ক্যারিয়ার

২০১৫ সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ। এরপর দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে তিনি টানা চারবার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন।

গত বছরের জুলাই মাসে কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি এবং সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয়। কিন্তু তার পদত্যাগের ঘটনায় এখন দেশটির রাজনৈতিক অঙ্গন সরগরম।

ইলন মাস্কের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।