শুক্রবারে মেট্রোরেল চলাচলের সময়সূচি ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, ১৭ জানুয়ারি থেকে এ নতুন সময়সূচি কার্যকর হবে।
ডিএমটিসিএলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে শুক্রবারে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়ে যাবে বেলা ৩টায়। শেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরামুখী প্রথম ট্রেন ছেড়ে যাবে বেলা ৩টা ২০ মিনিটে এবং শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।
নতুন সময়সূচি অনুযায়ী প্রতি ১০ মিনিট অন্তর ট্রেন চলাচল করবে। একক যাত্রার টিকিট উত্তরা স্টেশনে বিক্রি শুরু হবে শুক্রবার বেলা ২টা ৪৫ মিনিট থেকে এবং মতিঝিলে বেলা ৩টা ৫ মিনিট থেকে।
বর্তমানে শুক্রবারে উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়ে বেলা সাড়ে ৩টায় এবং মতিঝিল থেকে বেলা ৩টা ৫০ মিনিটে। ট্রেন চলাচলের অন্তরাল ১২ মিনিট হলেও নতুন নিয়মে তা ১০ মিনিটে নামানো হয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী যাত্রীসেবার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেছে ডিএমটিসিএল।