সম্প্রতি যশোরের একটি মাহফিলে ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছিলেন, ‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।’
বক্তব্যে কোনো দলের নাম না নিলেও বিএনপি’র অনেক নেতা মিজানুর রহমান আজহারীর এমন বক্তব্যের কড়া সমালোচনা শুরু করেন। তাদের দাবি— বিএনপিকে উদ্দেশ করেই এমন বক্তব্য দিয়েছেন আজহারী। এর মধ্যে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু এক আলোচনায় আজহারীকে রাজনীতিতে সক্রিয় হতে চাইলে জামায়াতে যোগ দেওয়ার পরামর্শ দেন।
এবার দলটির নেতাদের নানা মন্তব্যের প্রসঙ্গে টেনে কথা বলেছেন আজহারী। গতকাল শনিবার রাতে সিলেটের এমসি কলেজ মাঠে তাফসিরুল কুরআন মাহফিলে আজহারী বলেন, ‘আমি একজন আলেম। এর বাইরে আমার একটি পরিচয় রয়েছে। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। আমার দেশের যেকোনো সমস্যা ও অসংগতির বিষয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার রয়েছে। আপনারাই তো বাকস্বাধীনতার কথা বলেন, আপনারাই যদি আবার কোনো মন্তব্যের ব্যাপারে বলেন রাজনীতিতে আসেন এটা ঠিক হবে না।’
জনপ্রিয় এই ইসলামিক বক্তা বলেন, ‘কোনো দল এটা নিয়ে কথা বলেনি। আপনারা এটা নিজেদের গায়ে নিয়ে যেভাবে মাখলেন, সেটা ঠিক হয়নি। এটা খুবই অনভিপ্রেত।’ তিনি আরও বলেন, ‘কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে আমরা কথা বলি না। আমরা কুরআন-সুন্নাহর কথা বলি, ইসলামের পক্ষে কথা বলি। একটা সাধারণ কথা নিজেদের গায়ে নিয়ে যদি ক্ষোভ প্রকাশ করেন আর ক্ষুব্ধ প্রতিবাদ জানান তাহলে সাধারণ মানুষের কাছে আপনাদের ব্যাপারে একটা নেগেটিভ মেসেজ যাবে। এটা আমরা চাই না।’