কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

বাংলাদেশের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবশেষে রাষ্ট্রীয়ভাবে “জাতীয় কবি” হিসেবে স্বীকৃতি পেলেন। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে আসার তারিখ থেকে তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ডিসেম্বরে উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর কবিতা, গান, ও লেখনী শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবমুক্তির অমর বার্তা বহন করে। মুক্তিযুদ্ধপরবর্তী সময়েও তিনি স্বাধীন বাংলাদেশের চেতনার প্রতীক হয়ে ওঠেন।

এই স্বীকৃতির মাধ্যমে কাজী নজরুল ইসলামের অবদান শুধু সাহিত্যেই নয়, বরং সমাজ ও রাজনীতিতেও গভীরভাবে স্মরণ করা হলো। জাতির চেতনা গঠনে তাঁর ভূমিকা নতুন প্রজন্মের কাছে আরও বেশি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।