ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: অতীতের গৌরব, ভবিষ্যতের প্রত্যাশা

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫ ০৯:৫২ অপরাহ্ণ
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫ ০৯:৫২ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। ১৯৭৯ সালের ১ জানুয়ারি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত এই সংগঠনটি শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলনীতিতে প্রতিষ্ঠিত। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্রদল বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

দীর্ঘ প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে ক্যাম্পাসে সাংগঠনিক অবস্থান দুর্বল হয়ে পড়লেও ছাত্রদল বর্তমানে ঘুরে দাঁড়াচ্ছে। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানিয়েছেন, দায়িত্ব পাওয়ার পর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে সংগঠনের কার্যক্রম জোরদার এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে কাজ করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনসহ সাম্প্রতিক সময়ের বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে ছাত্রদলের ভূমিকা জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, সংগঠনটি আন্দোলন-সংগ্রামের চ্যালেঞ্জ মোকাবিলা করতে গিয়ে হাজারো নেতাকর্মীকে হারিয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শতাধিক নেতাকর্মী শহিদ হন। তিনি বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করতে সবসময় অবদান রাখছে।

সাবেক নেতারা মনে করেন, ছাত্রদলের প্রয়োজনীয়তা এখনো ফুরায়নি। বরং তরুণ সমাজ ও দেশের নেতৃত্বে এ সংগঠনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদলকে রাজপথে আরও অগ্রণী ভূমিকা নিতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারাদেশে দুই দিনের কর্মসূচি পালন করছে সংগঠনটি।